হলের পুরাতন ভবন ও জুলাই শহিদ স্মৃতি ভবন- এ সিট বরাদ্দ পেতে আগ্রহী শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিট বরাদ্দের আবেদনপত্র আগামী ০৩ জুলাই ২০২৫ হতে ১৭ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত হল অফিস হতে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ ও পূরণ করে অফিস চলাকালীন (সকাল ৯:৩০ টা হতে বিকাল ৪:৩০ টা পর্যন্ত) হল অফিসে জমা দেয়ার জন্য বলা হলো।
আবেদনকারীদেরকে ফর্মে বিভাগ, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর ও শিক্ষাবর্ষ স্পষ্ট করে লিখতে হবে, এস.এস.সি, এইচ.এস.সি মার্কসশিটের কপি, ১ম বর্ষ ভর্তির পে-ইন- স্লিপের কপি, বর্তমানে অধ্যয়নরত অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের ভর্তি স্লিপ ও হালনাগাদ হল আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে।