এতদ্বারা বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে-
১. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সিট বরাদ্দ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পরে সিট খালি থাকা সাপেক্ষে মেধা ও জেষ্ঠ্যতার ভিত্তিতে একক সিট প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২. বিজয় একাত্তর হলের সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত অন্যান্য হল এবং আবাসিক ভবনের ফিস পর্যালোচনা করে প্রতীয়মান হয় যে, অত্র হলের শিক্ষার্থী কর্তৃক প্রদেয় ফিস সামগ্রিক বিবেচনায় সামঞ্জস্যপূর্ণ এবং অনেক ক্ষেত্রে কম। তথাপি, হলের শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ১লা আগস্ট ২০২৫ হতে হল ফিস নি¤েœাক্তভাবে পুন:নির্ধারিত হলো-
ক) হলের আবাসিক শিক্ষার্থীদের বাৎসরিক ফি ১৫০/- টাকা (সংস্থাপন ১০০/- ও পরিচয়পত্র ৫০/-) কমানোর সিদ্ধান্ত হয়েছে।
খ) এছাড়াও হলের সকল দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের সিট ভাড়া ৬০০/- টাকার স্থলে ৩০০/- টাকা পুন:নির্ধারণের জন্য বিশ^বিদ্যালয়ের নিকট প্রস্তাব প্রেরণ করা হয়েছে।