পিএইচডি গবেষক জনাব এম,এ, কাওসারের দ্বিতীয় সেমিনার ৩১ জুলাই, ২০২৫, বৃহস্পতিবার, বিকাল ৩:০০ টায় ইতিহাস বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. রাণা রাজ্জাক এবং ড. প্রদীপ চান দুগারের সহ-তত্ত্বাবধানে গবেষণারত এম,এ, কাওসার 'Sanitary and Health Drives in the Formation of Identity in Colonial Eastern Bengal' শীর্ষক একটি সেমিনার উপস্থাপন করেন।
কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস,এম, আলী রেজা, বিভাগের শিক্ষক মন্ডলী এবং ইতিহাস বিভাগের এমফিল ও অন্যান্য পিএইচডি গবেষকগণ উপস্থিত ছিলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আশফাক হোসেন পিএইচডি। উপস্থাপনার পর একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
The second seminar of PhD researcher Mr. MA Kawser was held on July 31, 2025, Thursday, at 3:00 pm in the conference room of the Department of History. Under the co-supervision of Professor Dr. Rana Razzaque and Dr. Pradip Chand Dugar of the Department of History, University of Dhaka, МА Kawser presented a seminar titled 'Sanitary and Health Drives in the Formation of Identity in Colonial Eastern Bengal.'
The Dean of the Faculty of Arts, Dr. Mohammad Siddiqur Rahman Khan, Professor Dr. Abul Kalam Sarker of the Department of Persian Language and Literature, Professor Dr. SM Ali Reza of the Department of Political Science, faculty members of History and MPhil and other PhD researchers of the department were present. The session was presided by Professor Dr. Ashfaque Hossain PhD, Chairman, Department of History, University of Dhaka. A lively question and answer session followed the presentation.