ঢাকা বিশ্ববিদ্যালয় গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘দেব স্মারক বক্তৃতা’ আজ ১৪ ফেব্রুয়ারি ২০২১ রবিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুবুল মোকাদ্দেম (এম. এম. আকাশ) ‘সত্য-উত্তর সমাজ : সত্য-মিথ্যার বিভ্রান্তিকর রসায়ন’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন। কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এ কে এম হারুনার রশীদ অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মানবতাবাদী দার্শনিক অধ্যাপক জিসি দেবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি উদার, অসাম্প্রদায়িক, মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন একজন অসাধারণ মানুষ ছিলেন। বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা তাঁর দর্শনে নিহিত রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে উপাচার্য সমাজের সর্বত্র অধ্যাপক জিসি দেবের দর্শন অনুসরণ ও লালনের উপর গুরুত্বারোপ করেন।
----------------------------------
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ক্যাপশন:
ঢাকা বিশ্ববিদ্যালয় গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘দেব স্মারক বক্তৃতা’ আজ ১৪ ফেব্রুয়ারি ২০২১ রবিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন।
ঢাবি’র শতবর্ষ উদ্যাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতায় প্রবন্ধ আহ্বান08/03/2021 Read more... |
যুব সমাজের প্রতি ঢাবি উপাচার্য: ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়ুন07/03/2021 Read more... |
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি06/03/2021 Read more... |
এইচ টি ইমাম-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ04/03/2021 Read more... |
FICCI Chairman meets DU VC02/03/2021 Read more... |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদ্যাপিত02/03/2021 Read more... |
ঢাবি’র ১২ জন শিক্ষার্থীকে স্থায়ী ও ১৫১ জনকে বিভিন্ন মেয়াদে বহিস্কার01/03/2021 Read more... |