ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ বি এম মাহমুদ-এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ১৯ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ বি এম মাহমুদ ছিলেন একজন প্রখ্যাত ইতিহাসবিদ। তিনি ব্রিটিশ-ভারতের ইতিহাস বিশেষজ্ঞ ও আমেরিকান ইতিহাসের পন্ডিত ছিলেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ ইতিহাস তথ্য উৎসে তাঁর ছিল অসাধারণ প্রবেশাধিকার। সৎ, নিষ্ঠাবান, নিবেদিতপ্রাণ, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার এই গুণী শিক্ষক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য, বিভাগীয় চেয়ারম্যান ও ইউজিসি অধ্যাপক হিসেবে শিক্ষা প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক ড. এ বি এম মাহমুদ গতকাল ১৮ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
-----------------------
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি’র শতবর্ষ উদ্যাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতায় প্রবন্ধ আহ্বান08/03/2021 Read more... |
যুব সমাজের প্রতি ঢাবি উপাচার্য: ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়ুন07/03/2021 Read more... |
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি06/03/2021 Read more... |
এইচ টি ইমাম-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ04/03/2021 Read more... |
FICCI Chairman meets DU VC02/03/2021 Read more... |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদ্যাপিত02/03/2021 Read more... |
ঢাবি’র ১২ জন শিক্ষার্থীকে স্থায়ী ও ১৫১ জনকে বিভিন্ন মেয়াদে বহিস্কার01/03/2021 Read more... |