ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসান খান (ডাক নাম: আইয়ুব খান) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই ২০২৫ সোমবার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শেখ মুজিবুর রহমান হলের জুলাই শহীদ স্মৃতি ভবনের ৯০০৩ নং কক্ষের আবাসিক ছাত্র ছিলেন।
তাকে নরসিংদীর পলাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মেধাবী শিক্ষার্থী আহসান খানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
মরহুম আহসান খানের রুহের মাগফেরাত কামনায় আজ ৮ জুলাই ২০২৫ মঙ্গলবার বাদ এশা শেখ মুজিবুর রহমান হল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল ৯ জুলাই ২০২৫ বুধবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রয়াত শিক্ষার্থীর স্মরণে আজ ৮ জুলাই ২০২৫ সোমবার ইসলামিক স্টাডিজ বিভাগে শোক পালন করা হবে এবং বিভাগের সকল ক্লাস আজ বন্ধ থাকবে।
০৮/০৭/২০২৫
ফররুখ মাহমুদ
উপ পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়