About Us

ছাত্র সংসদ
আলোচ্য শিক্ষাবর্ষে হল সংসদ ও ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক এবং ছাত্রদের সহায়তায় সকল কর্মকান্ড পরিচালিত হয়।
সংবাদপত্র পাঠ কক্ষ
হলের দক্ষিণ ভবনের নিচ তলার একটি সংবাদপত্র পাঠকক্ষ আছে। এ কক্ষে ১১টি দৈনিক পত্রিকা, ৪টি সাপ্তাহিক পত্রিকা রাখা হয়।
পাঠকক্ষ
হলের দক্ষিণ ভবনের পশ্চিম পার্শ্বে নিচ তলায় ছাত্রদের তিনটি পাঠকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ কক্ষে প্রায় দুই শতাধিক ছাত্রের নিয়মিত পড়াশোনার সুযোগ রয়েছে। পাঠকক্ষে লকার সুবিধা রয়েছে।
বার্ষিক ক্রীড়া-প্রতিযোগিতা
১৬ জানুয়ারি, ২০১৮ তারিখে সকাল ৯টায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। মোট ১৫টি ইভেন্টের এ প্রতিযোগিতায় হলের ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
জাতীয় ও অন্যান্য দিবস
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী এবং ৪৩তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান।
উন্নয়নমূলক কাজ
১. এ হলে মশক নিধন কর্মসূিচ পালন করা হয়েছে।
২. হলে পরিস্কার পরিচ্ছন্নতা ও ছারপোকা কর্মসূচি পালন করা হয়েছে।
৩. সাইকেল স্ট্যাণ্ড ও বাইক স্ট্যাণ্ড তৈরিকরণ।
বাঁধন
একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন - এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে ১৯৯৮ সালে বাঁধন জিয়া হল ইউনিট যাত্রা শুরু করে।

Message from the Provost

Notice

News

Upcoming Events

Facilities

Hall in Numbers

Rooms
Seats
Residential Students
Non-Residential Students

Photo Gallery