হলের আবাসিক ছাত্রদের নিজস্ব ব্যবস্থাপনায় বিকল্প মেস এবং মেস-১ নামে ২টি মেস পরিচালিত হয়ে আসছে। প্রতিটি মেস দু’জন আবাসিক শিক্ষকের তত্ত¡াবধানে রয়েছে। মেস পদ্ধতিতে ছাত্ররা নিজেদের পছন্দমত খাবারের আয়োজন করে থাকে। এতে খাবার স্বাস্থ্যসম্মত ও উন্নতমান হয় বিধায় ছাত্ররা সন্তুষ্ট। হল ক্যান্টিনে সকাল ও বিকেলের নাস্তাসহ দুপুর ও রাতের খাবার পরিবেশিত হয়। এখানেও দু’জন আবাসিক শিক্ষক দেখাশুনা করেন। মেস এবং ক্যান্টিন সর্বদা পরিস্কার-পরিচ্ছন্ন রাখা হয় এবং এখানে কর্মরত কর্মচারীরা পরিস্কার-পরিচ্ছন্ন থাকে। উল্লেখ্য, কোভিড-১৯ এর কারণে বিশ^বিদ্যালয় গত ২৪ মার্চ ২০২০ থেকে বন্ধ হয়ে যাওয়ায় হলের মেস এবং ক্যান্টিনও বন্ধ রাখা হয়।