• Image Not Found
    ক্রিমিনোলজি বিভাগের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগ ও অংশগ্রহণে "চড়ুইভাতি" (Year:2023)

    ২২ মার্চ ২০২৩, বুধবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগ ও অংশগ্রহণে "চড়ুইভাতি"-এর আয়োজন করা হয়।

    ২২ মার্চ দুপুর ১:০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্রের (টিএসসি) সুইমিংপুলে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন ড. জিয়া রহমান। অনুষ্ঠানটির বিশেষ অতিথি ছিলেন ক্রিমিনোলজি বিভাগের শ্রদ্ধেয় চেয়ারপার্সন শাহারিয়া আফরিন। এসময় আরও উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাগণ, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বর্ষের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। চড়ুইভাতি আয়োজন ও পরিচালনার সার্বিক তত্বাবধানে ছিলো বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। আগত অতিথিরা সম্পূর্ণ নিজ উদ্যোগে এমন মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করায় সকল শিক্ষার্থীর প্রশংসা করেন। চেয়ারে বসার প্রতিযোগিতা, বালিশ খেলা, মধ্যাহ্নভোজ, স্মরণশক্তির পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরও নানা ধরনের আয়োজনের মাধ্যমে একটি মনোমুগ্ধকর চড়ুইভাতি করতে পেরে শিক্ষার্তীরা আনন্দ প্রকাশ করে। বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মিলনমেলায় অনেক প্রাণবন্ত ও প্রাণোচ্ছল হয়ে ওঠে।