ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৪-২০২৫ এর ফাইনাল ম্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ১১ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত হয়।
ম্যাচে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে হারিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্কেটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন ছাড়াও বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদ এর ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, বিভাগের ক্রীড়া শিক্ষক মিজ মার্জিয়া রহমান, অধ্যাপক ড. মো. মফিজুর রহমান, সহযোগী অধ্যাপক মিজ শাওন্তী হায়দার, সহকারি অধ্যাপক মিজ আমিনা খাতুনসহ বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিভাগের পক্ষ থেকে বাস্কেটবল টিমকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।