গত ৪ আগস্ট ২০২৫ তারিখ, দুপুর: ১.০০ টায় নৃত্যকলা বিভাগ কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন ও সহকারী অধ্যাপক জনাব তামান্না রহমান এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উক্ত সভায় নৃত্যকলা বিভাগের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নৃত্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ জুলাইয়ের স্মৃতিচারণ ও ঐতিহাসিক জুলাই বিপ্লবের নানা বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত ব্যক্ত করেন।