গত ১৯ আগস্ট ২০২৫ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ট্রাস্ট ফান্ড বৃত্তি ২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নৃত্যকলা বিভাগের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী তিথী রানী রায় এবং এম.এ. ১ম সেমিস্টারের শিক্ষার্থী তন্বী সরকার উক্ত বৃত্তিপ্রাপ্ত হন এবং পুরস্কার গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং মাননীয় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থান করেন। এছাড়াও নৃত্যকলা বিভাগের সম্মানিত চেয়ারপার্সন তামান্না রহমানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।