০১ জুলাই ২০২৫ তারিখ (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ উপলক্ষে সকাল ০৯:৩০ মিনিটে ভাইস-চ্যান্সেলর ভবনের সম্মুখস্থ স্মৃতি চিরন্তন চত্ত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), মাননীয় কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, সিনেট ও সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, সহকারী প্রক্টর, অফিস প্রধান ও সমিতিসমূহের প্রতিনিধিবৃন্দসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জমায়েত হয়ে সকাল ০৯:৪৫ মিনিটে মাননীয় ভাইস-চ্যান্সেলর-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ছাত্র-শিক্ষক কেন্দ্রের পায়রা চত্ত্বরে গমণ করেন।
জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও হলসমূহের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), মাননীয় কোষাধ্যক্ষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সিনেট ও সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, সহকারী প্রক্টর, অফিস প্রধান ও সমিতিসমূহের প্রতিনিধিবৃন্দসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে সকাল ১০:৩০ মিনিটে টিএসসি-তে অনুষ্ঠেয় আলোচনা সভায় মূল প্রতিপাদ্য 'বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়' বিষয়ের ওপর গুরুত্বারুপ করেন।